ভোটার তালিকা হালনাগাদ/2019 সালের খসড়া ভোটার তালিকা আগামী 20/01/2020 তারিখে প্রকাশ করার সিন্ধান্ত গ্রহন করেছেন নির্বাচন কমিশন।
2019 সালে যে সকল ভোটারগন ভোটার হ্ওয়ার জন্য ভোটার রেজিষ্ট্রেশন করেন তাদের গ্যাতাথ্যে জানানো যাচ্ছে যে, উক্ত খসড়া ভোটার তালিকা প্রকাশের পরে যদি কোন ভোটার এর তথ্য ভুল থাকে তাহলে ঐ সকর ভোটার গন স্ব স্ব উপজেলার নির্বাচন অফিসে গিয়ে তাদের তথ্য যাচাই বাছাই করে দেখবেন। যাদের তথ্য ভূল থাকবে তাদের ভূল তথ্য সংশোধনের জন্য আবেদন করবেন।
উল্লেখ্য: ভোটার তালিকায় সে সকল ভোটারদের তথ্য ভূল প্রদর্শিত হবে তাদের আবেদনের ভিত্তিতে কোন ফি ছাড়া উক্ত ভূল সংশোধন করতে পারবে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS